আলোময় কবিতার অসুখ এখন;
ছন্দ নেই, দ্বন্দ্ব নেই, রস নেই কোনো।
'আমি-তুমি' শব্দরাজি চলে অনুক্ষণ
অলস কল্পনাপ্রায় ছুটে চলে যেনো।
দুঃখাতুরা সিন্ধুতীরে শোক-অশ্রুধারা
সুদীর্ঘ বালুকাতটে গড়াগড়ি খায়।
রাতের দর্পনে হাসে স্বর্গের অপ্সরা;
অতপর, অভিষিক্ত প্রবল মায়ায়।

কণক ত্রিশূলে গাঁথে বিরহী হৃদয়,
নিঃশব্দের নীলাকাশে জমে মেঘরাজি।
প্রবল বর্ষণ এসে কতো কথা কয়!
কবি যে বোঝে না তার স্তুতি-কারসাজি।
আনন্দের আয়োজন জোর বায়ুস্রোতে
ভেসে যায় অন্ধকারে, অরণ্যের পথে।

০৫/০১/২০২৫
ঢাকা।