প্রেমগাথা যতো প্রকৃতিকে ঘিরে থাকে,
নদী-সরোবর নীরবে আমারে ডাকে।
পৃথিবীর মাঝে যতো দূর্লভ আছে,
উৎসব করে ডাকছে তাদের কাছে।

রাতের বাতাস করে হা-হুতাস বনে,
ধুকপুক আশা প্রেম ভালোবাসা মনে।
বিরহের গান আর যতো অভিমান,
মিলেমিশে তারা তুলে যায় কলতান।

মথিত প্রেমের জাগরণী বাণী জাগে,
বিরহী মনন সুখ পরশন মাগে।
চন্দ্র-তপনে, মৃদু সমিরণে হাসে,
অতুল যতনে শ্যামল দূর্বা ঘাসে।

দেখেছি গোপনে স্ফটিক নয়নে আজ,
ফেলে আসা এই জীবনের কারুকাজ।
পৃথিবীরে ছেড়ে হেঁটে গেছি দুইজনে,
হাত ধরে ধরে সুখানুভূতির সনে।

রেখেছি ধরিয়া জীবন নদীর বাঁকে,
সুখ-অনুভুতি শিউলি বনের ফাঁকে।
পুলক জাগায় অতীতের প্রেম এসে,
জীবনের করিডোরে তারা ওঠে হেসে।

২০/১২/২০২৪
ঢাকা।