সুরমারঙ্গা রাত্রির শেষে ফুটবে আলোর ফুল,
তাই রব ওঠে চারিদিকে আজ; ভীষণ হুলুস্থুল!
ওরা যে বেঁধেছে মিথ্যা-রশিতে পলকা তাসের ঘর,
ভেঙে চুরমার হবে খানখান আসছে প্রবল ঝড়।
তাসের ঘরের জৌলুস তোলে যতেক অংশীদার,
তাদের আঁখিতে ভয় দেখি আজ, অন্তরে হাহাকার!
ছাই চাপা দিয়ে রাখা যায় নাতো অনল-বহ্নিশিখা,
সত্যের ছুরি কেটে নেবে সব মিথ্যার অহমিকা।

ছলনাকারী হে! দুরভিসন্ধি জেনে গেছে জনগণ,
আজ তারা তাই বিদ্রোহী হয়ে জ্বালাচ্ছে হুতাসন।
সোনার ভেতরে খাদ ও ভেজাল যতটুকু পরিমাণ,
আগুনের তাপে আমূল পুড়িয়ে করে দেবে অবসান।
ছল-চাতুরির খেলা শেষ হবে, বেশিদূর আর নাই,
খুব বেশিদিন মিথ্যাবাণীর থাকে নাতো পরমাই।
ইতিহাসে তোরা ধিক্কৃত হবি মীরজাফরের সাথে,
কুচক্রী হয়ে বেঁচে র'বি শুধু গণ-অভিসম্পাতে।

কালের বিচার বুঝে নেয় কাল, শাশ্বত মহাকাল,
অসুর ধ্বংসে বেঁচে থাকে শুধু দুর্গা নির্ভেজাল।
এসো সুন্দর! নিদ্রিতপুরী আলোকিত করো প্রাতে,
অরুণ বরণ আলোক জাগাও করুণ নয়নপাতে।
মনের আঁধার আলস্য ত্যাজি জেগে উঠো এইবার,
বঞ্চিতজনে সোচ্চার হয়ে বলবে, 'চমৎকার'!
বেশিদিন নেই বাকি,
জনতার চোখে ধরা পড়ে গেছে মেটিকুলাসের ফাঁকি।

১৫/০১/২০২৫
ঢাকা।