কিশোর প্রেমের বহ্নিশিখায় জ্বলছে আমার মন,
অর্ফিয়াসের ইউরিডিয়াস চাচ্ছে সারাক্ষণ।
পার্বতী-প্রেমে বিষাদিত মন হতে চায় দেবদাস,
ঝেড়ে ফেলে দিয়ে যৌবননেশা জীবনের হা-হুতাশ।
আবেগ জাগানো মাতালের মতো প্রেমের তৃষ্ণা ছেড়ে,
শুদ্ধপ্রেমের কালজয়ীবাণী জাগুক পৃথিবী জুড়ে।
নিটোল প্রেমের উপন্যাসের নায়ক হবার ইচ্ছে,
অনিকেত প্রেম হোক দু'জনার, যুগান্তরের কিচ্ছে।

জানো কি প্রিয়তি! এই ধরণীতে যতোসব প্রেমগাথা
কাব্যকলায় সমৃদ্ধ; সে-তো দুঃখ-দহনে মাখা।
যতো শুনে যাই মানুষসমাজে বর্ণালী প্রেমকথা,
শোকের বীণায় ঝংকৃত হয় অপূর্ণতার ব্যথা।
মহাকাব্যের নায়ক-নায়িকা আলোর প্রদীপশিখা,
নিজে জ্বলে যায় এবং জ্বালায় জীবনের অহমিকা।
যে জন পেয়েছে সে-ই প্রেমধারা ধূসরিত মহীতলে,
গভীর আঁধারে তারকার ন্যায় উজ্জ্বল হয়ে জ্বলে।

এবার করেছি পণ,
তোমার প্রেমের বহ্নিশিখায় জ্বলে যাবো আমরণ।

১৫/০১/২০২৫
ঢাকা।