আনন্দ আভায় ভেসে যায় সন্ধ্যাতারা
সুদূর গগন মাঝে; আলোকের ধারা
কলস্বরে ছুটে চলে নির্ঝরের মতো
নিত্য, সুবাসিত যুথিবনে অবিরত।
অর্ধেক রজনী কাটে স্মৃতির লহরী
রোমন্থন করে; বাকি অর্ধরাত ধরি'
অর্ধনিমিলিত আঁখি বিষন্ন বিচ্ছেদে
উদ্ভাসিয়া ওঠে, নিরন্তর যায় কেঁদে।
কোন্ বিশ্বপার হতে এসেছো ভুবনে
অমৃত সুধার ধারা, নীরবে গোপনে
বাসনার তীরে কম্পিত আলোক নিয়ে?
বুঝিতে পারি না; ওগো, হে আমার প্রিয়ে!
অনন্ত রহস্যময় তোমার হৃদয়,
নিস্তরঙ্গ অন্ধকারে কতো কথা কয়!
০৪/০১/২০২৫
ঢাকা।