প্রদোষে ভুবনে এলে স্বপ্নের হিল্লোলে,
নিশীত কাটায়ে গেলে করে কামরতি।
প্রত্যুষের আলস্যতা ক্রমে ওঠে ফুলে,
আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে প্রভাত অবধি।
ডাকিছে তোমায় পূর্বাহ্নের কর্মরাজি,
মধ্যাহ্ন পর্যন্ত রহো খুব ব্যস্ততায়;
অপরাহ্ণ ডেকে বলে, 'ফিরে আয় আজই,
সুরুজ বসেছে পাটে সায়াহ্ন বেলায়।
অষ্টপ্রহর-জীবন চলে ধুঁকে ধুঁকে
ঘন্টা-দিন-মাস বছরের আবর্তনে;
শুধু আসা-যাওয়া চলে পৃথিবীর বুকে,
কালের প্রবাহে হারাবে সুদূর বনে।
নিদ্রাসম দিনরাত্রি অপূর্ব স্বপন,
মানুষের এ জীবন চলেছে তেমন।
০৮/০১/২০২৫
ঢাকা