সৌর্য-বীর্যে মহান মূরতি অন্ধকারের আলো,
দীপ্তি ছড়াও বিশ্বভুবনে ঘোঁচাতে আঁধার-কালো।
আগুন-ফুলকি জ্বালিয়ে দিয়েছো বাংলাদেশের বুকে,
কালো মেঘ যতো করে প্রতিহত লড়ে যাই উৎসুকে।
স্বজন হারানো বাঙালির বুকে জ্যান্ত স্তম্ভ তুমি,
জন্ম দিয়েছো অমৃত সুধার আমার মাতৃভূমি।
তিরিশ লক্ষ শহীদের প্রাণ জেগে ওঠে বারবার,
ডাকছে তোমায়- বঙ্গবন্ধু, কবে ফিরবে আবার?
পরাজিত সেই পাকিস্তানিরা এসেছে আবার ফিরে,
দাম্ভিকতার অশুভ নৃত্য করে বাংলাকে ঘিরে।
রুখে দিতে হবে চির-চিরতরে তাদের আস্ফালন,
জাগো হে বাঙালি, হৃদয়ে জাগাও মার্চের বন্ধন।
হাতে হাত রেখে বজ্রকণ্ঠে আবার গর্জে উঠো,
একাত্তরের জাতশত্রুকে সমূলে এবার টুঁটো।
ওরা যে জাতির ধংসকারক পাকিস্তানের চেলা,
মুখোশ পাল্টে সাধুজন সেজে করিছে মাতম খেলা।
ভুলিনি আমরা সম্ভ্রমহারা লক্ষ মায়ের ছবি,
যতই বলুক- একাত্তরের ইতিহাস আজগুবি।
মানুষ ও মানবতা রক্ষায় আমরা যে দুর্বার,
আন্দোলনের মুক্তমঞ্চে প্রমাণ করবো তার।
০১/০১/২০২৫
ঢাকা।