সপ্তসিন্ধু দশদিগন্তে
অরূপ ছবি হাসে,
দেখলে না বিশ্বাসে।

খুঁজবে তুমি জীবন-অন্তে
পাবে না তাঁর দেখা,
থাকবে পড়ে একা।

থাকতে সময়, হে অর্বাচীন!
খোঁজো তাঁরে রাত্রি ও দিন।
শোধতে হবে জীবনের ঋণ,
ডাকো, হে রাব্বুল আলামিন।

৩১/১২/২০২৪
ঢাকা।