এক লহমায় নেবে আমায়
গহীন অন্ধকারে,
রইবো না সংসারে।

জীবন-গতি কেবা থামায়
ভাবছি না তা-ই মনে,
নীরব সঙ্গোপনে।

কে প্রকৃতি রক্ষা করে?
সুকৌশলে ভাঙে-গড়ে?
দেখো না মন চিন্তা করে
ডুব দিয়ে তোর আপন ঘরে।

৩১/১২/২০২৪
ঢাকা।