সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে
ঘুম থেকে যে উঠে,
প্রার্থনায় যায় লুটে;
রূপের জ্যোতি ঝরে অঙ্গে
জ্ঞান বাড়ে মস্তকে;
বলছে জ্ঞানীলোকে।
ওঠো শিশু ভোর-প্রভাতে
আর থেকো না সুখ-শয্যাতে
ঘুমিয়ে পড়ো প্রথম রাতে
থাকবে তুমি দুধে-ভাতে।
৩১/১২/২০২৪
ঢাকা।