পুতুলনাচের অভিনেতা
আমরা ভুবনতলে,
হেসে যাই কৌশলে।

মুখে হাসি বুকে ব্যাথা,
ঘুরি চক্রাকারে;
মনুষ্য সংসারে।

অস্তরাগের ছায়ার মতো
দ্রুত চলি অবিরত,
ভূত-ভবিষ্যৎ সংকলিত;
চলছে সে-তো ক্রমাগত।

৩১/১২/২০২৪
ঢাকা।