নেতিবাচক প্রতিবাদী
দেশের শত্রু তারা;
জানেন জনতারা।

জাগবে আবার সব বিবাদী
সত্য-ন্যায়ের পথে,
আসবে বিজয় রথে।

মীরজাফর আর টিক্কা খানে
আজও আছে মানুষ-মনে;
এরাও বাঁচবে তাদের সনে
দেখাচ্ছে যা আচরণে।

৩১/১২/২০২৪
ঢাকা।