মঞ্জুরিত বিভৎসতার
ধ্বংস হতেই হবে,
সকল অসম্ভবে।

জাগবে চেতন সব জনতার
নগ্ন হাওয়ার তোড়ে,
রাত্রিশেষের ভোরে।

শিকল ভাঙার গান শুনেছি
রক্তবীজের ধান বুনেছি
তোমার ফাঁকির মূল বুঝেছি
জারিজুরি জেনে গেছি।

৩১/১২/২০২৪
ঢাকা।