চোরাগর্তে পড়ে গেলে
থামাও অস্থিরতা-
জ্ঞানীলোকের কথা।

তাকাও ধীরে চক্ষু মেলে
পথিক জনগণে,
তুলবে তারাই টেনে।

ভয়ে-ত্রাসে আকুল হলে
ডুবে যাবে গভীর জলে
ফিরবে না আর মহীতলে
কোন নিজস্ব কৌশলে।

৩১/১২/২০২৪
ঢাকা।