সন্ত্রাসীদের শোভাযাত্রা
দেখছি কৌতূহলে,
দেশের জলে-স্থলে।

ভুলে গিয়ে ছন্দ-মাত্রা
কাব্যে কথা বলে!
নানারকম ছলে।

অলৌকিক এক দীর্ঘশ্বাসে
তাকাচ্ছে আজ ভয়ে-ত্রাসে,
জনগণে কখন নাশে
আইক্কাওয়ালা বরাক বাঁশে।

৩১/১২/২০২৪
ঢাকা।