গহীন নিশীথকালে ধূর্ত মেসেঞ্জারে
আকুল প্রেমের বাণী বারতা পাঠাও
প্রেমের বন্দনা করি'। বিষাদী অন্তরে
কল্পনার চিত্র এঁকে কামনা জাগাও।
অনুভবে জুড়ে আছো কবিতার মতো,
ধ্বনী-প্রতিধ্বনি শুনি নিরিবিলিক্ষণে;
অশান্ত চঞ্চল মন খোঁজে অবিরত,
আঁতিপাঁতি করে ফেসবুকের অঙ্গনে।

বলো, কে তুমি বান্ধব? আঁখির আড়ালে,
আবডালে কথা কহো সুন্দর বচনে;
মোহিত প্রেমের জালে আমাকে জড়ালে,
দিনরাত ভেবে যাই শয়নে-স্বপনে।
আড়ালে থেকো না তুমি সুদূরের পাড়ে;
আঙুলে আঙুল ছুঁয়ে জড়াও আমারে।

২৬/১২/২০২৪
ঢাকা।