ধূর্তজনের ছলের অভাব হয় না, জানি;
কর্মে ও কথায় তার লুকায়িত প্রভূত ধার্ষ্টামী।
শব্দের বিন্যাস মধুর চেয়েও মিষ্টি,
কুচুক্রী কুকর্মে আনে শান্ত সমাজের অনাসৃষ্টি।
হাস্যমুখে কথা কয়, অথচ অন্তরে নিষ্ঠুরতা!
সাধুভাব চোখে-মুখে, কু-চেতন মনে ঘুমন্ত পাষণ্ডতা।
অদ্ভুত ঐক্যের কথা বলে যায় খল-ছলনায়,
ন্যায় বিচারের নামে অবিচারের চাতুর্যতায়।
অবয়বে মানুষের রূপধারী, অন্তরে শয়তান;
বিকশিত জনপদ ধ্বংসযজ্ঞে,
অন্ধকারে নিয়ে যাওয়া তাদেরই কুটিল অবদান!
তারা সমতার কথা বলে,
তীব্র অসাম্য সৃষ্টির ছলে
কুটিল কৌশলে নিয়ত ব্যাপৃত রয়;
তারাই একাত্তরের টিক্কা খান, মীরজাফর এই বিশ্বজগৎময়।
অন্ধকারে বসে আছি আলোর দিশায়,
ঘুটঘুটে অন্ধকার ঘিরেছে আমায়।
চারিদিকে চেয়ে দেখি- নাই, কিছু নাই;
অমাবস্যার আঁধার নেমে আসে;
আলোর সন্ধান কেমনে, কোথায় পাই?
২৮/১২/২০২৪
ঢাকা।