কবির জীবনে আছে ধর্ম-রাজনীতি;
ক্ষমতার জন্য নয়, জনতার জন্য।
যেখানে শোষণ চলে; মৃত্যু, ভয়-ভীতি
পরিহার করে যে লিখেন, সে তো ধন্য।
কখনো হয় না কবি অন্ধ দলদাস,
হালুয়া রুটির লোভে স্বার্থ-প্রলোভনে
এই জগতের মাঝে। উদার আকাশ
কি কখনো হয় বন্দী ক্ষুদ্র গৃহকোণে?
কবির চিত্তের আলো ছড়িয়ে পড়ুক
ভুবনে, আঁধারভেদী সূর্যের প্রভায়;
দুঃখক্রান্ত মানুষের মনে সে লড়ুক
তেজের প্রচন্ডতায় বিশ্বের সভায়।
কবি যদি মরে যায় চেতনার ঘরে,
আবর্জনাতুল্য পড়ে থাকে আঁস্তাকুড়ে।
২৬/১২/২০২৪
ঢাকা।