মেনি মাছের কামড় খেয়ে ওগল হলো সারা,
তাই না দেখে চান্দা-পুঁটি-খলশে দিলো তাড়া।
অনেক সুখের জগত ছিলো ওগলে-মেনিতে,
পারেনি যে চিংড়ি-পুঁটি-চান্দা মেনে নিতে।
রুই-কাতলে, গজার-শোলে পথে হলো খাড়া।
সুখের বাসর ভাঙলো তাদের দুখের পরশনে,
দুইদিকে দুইজনে চলে জীবন-রণাঙ্গনে।
পাবদা-চিতল-কই-শিঙে কয়- ভয়ের কিছু নাই,
কাচকি-গুতুম-দারকিনা কয়- এসো আমার ভাই!
ইলিশ-বেলে-টেংরা বলে- হইস না ছন্নছাড়া।
০৯/১২/২০২৪
ঢাকা।