সুদূরপারের মেয়ে! মর্ত্যলোকে এলে,
অবোধ বালিকা তুমি, দুলে ওঠো মনে;
কুসুমের রূপে এলে পারিজাত ফেলে
অনন্ত গাম্ভীর্য লয়ে গোপনে গোপনে।
তুমি কি শুনিতে পাও সেইসব কথা,
প্রত্যহ শোনাতে চাই নীরব সঙ্গীতে;
বিরহী হৃদয়ে যাহা আনে ব্যাকুলতা,
হৃদয়ের ভালোবাসা বিচিত্র ভঙ্গিতে?
হৃদয়জয়ী বালিকা! কেনো কঠোরতা
দিয়ে ঢাকিছো নিজেকে চতুরকৌশলে?
তোমার পরশ পেলে পাবে অমরতা
মদনমঞ্জুরী প্রাণ মাটির ভূ-তলে।
কেন এত অভিমান বুকের ভেতরে
জমা করে রাখো তুমি অবহেলাভরে!
২৩/১২/২০২৪
ঢাকা।