(সদ্যপ্রয়াত কবি হেলাল হাফিজকে উৎসর্গিত)
কবির কবিতা প্রহেলিকাময়,
পাঠক যা ভাবে সেভাবেই হয়।
শরতের শশী ভাবে দিবানিশি
উদিলো সে কোন অপরূপ দেশে?
স্নিগ্ধ-কিরণে জীমূতবিহনে
তুষ্টিত মন করে দর্শন
অবিরামকাল নিরিবিলি হেসে।
কবির কবিতা সবিতার আলো,
দূরীভূত করে প্রদোষের কালো।
অনন্তকাল হয় বেসামাল
অন্তর্গত আপনার গুণে।
শ্লোগানের মতো জাগে অবিরত,
মিছিলের মাঠে, রণ-চারুপাঠে;
নিশুতিআঁধার পোড়ায় আগুনে।
লিখে যায় কবি স্বকীয় প্রভায়,
সেইসব কথা পাঠক যা চায়।
প্রদীপ্তরসে উঠে যেন হেসে
অন্ধকারের দূর-চরাচর।
মানুষের প্রাণে শোকাতুর গানে
জয়গান হবে প্রতি উৎসবে;
কাব্যভুবনে হবে সে অমর।
২৩/১২/২০২৪
ঢাকা।