শশী উঠেছে আকাশে, চারিদিকে আলো
ধরণী বিদীর্ণ করে অতুলন হেসে;
তবুও, ঘুচে না যেন পৃথিবীর কালো,
সবটুকু শুষে নাও মিশকালো কেশে।
তুমি যেন জগতের আদিম মানবী,
এসেছো এ মহীতলে অধীর মননে;
প্রেম দিয়ে, প্রীতি দিয়ে সাজিয়েছো সবই,
অতুল ঐশ্বর্যদানে নীরবে গোপনে।

আমারে করেছো কবি, 'ভালবাসি' বলে,
নিঃসঙ্কোচ প্রেমস্পর্শে নিষিদ্ধ উদ্যানে
নিয়ে যাও সন্তর্পণে বিবিধ কৌশলে!
মোহিত হয়েছি আবেগমথিত প্রাণে।
কবিত্ব করিতে আসি তোমার দুয়ারে,
মহানন্দে ভেসে যাই উজান জোয়ারে।

২৩/১২/২০২৪
ঢাকা।