অসময়ে অদ্ভুতুড়ে ধোঁয়ার রেখায় ইচ্ছের কুণ্ডলী বাড়ে,
আকাশ ছুঁইতে চায় এক সন্ধ্যা হতে আরেক সন্ধ্যা পর্যন্ত।
গোপন ইচ্ছেরা মুক্ত, বন্ধনহীন কিশোর, পৃথিবীর পাড়ে
ছুটে চলে বেপরোয়া, লাগামহীন ঘোড়ার খুঁড়ে অবিরত।
কারোর ঘনিষ্ঠ হতে ইচ্ছেরা নীরবে জমে বুকের ভেতরে,
তোলপাড় করে সদা সকাল সন্ধ্যায় বিহঙ্গের কাকলিতে।
এই বে-রহমকালে প্রবল ইচ্ছেকে টুকরো টুকরো করে
মাংসের কিমার ন্যায়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে সারা পৃথিবীতে।
ইচ্ছের মরণ হয় সুকঠিন বাস্তবের রুঢ় যাতাকলে,
খণ্ড-বিখন্ড ইচ্ছেরা বেলা অবেলায় কেঁদে যায় সন্তর্পনে।
কিন্তু কাঁদতে পারেনা হাহাকার করে মৃত্তিকার মহীতলে;
অদ্ভুত আশ্চর্য কষ্টে নিত্য পুড়ে যায় নিঃসঙ্গ গোপনে।
মানুষ জীবন যেন ক্ষয়ীষ্ণু পথের যাত্রী, পর্যুদস্ত হয়;
অবিরাম কেঁদে যায় ইচ্ছেরা, দেখে না কেউ; অনন্ত বিস্ময়!
২৩/১২/২০২৪
ঢাকা।