ভাত-রুটি দে, দে তরকারি, 
        দিসনে ভাই আর ফতোয়া!
ভুখার পেটে হাদিস-কালাম 
        ধর্মকথা যায় খোয়া।

আল্লা-রাসুল বলছে কোথায়?
        "মোল্লা হয়ে নৃত্য দেখাও ;
ধর্মকথার অগ্নিশিখায় 
        ঘর জ্বালানোর মন্ত্র শেখাও।"

আগের মানুষ সদয় ছিলো
         পরস্পরের ছিলেন ভাই।
ধর্ম-মদে মাতাল হয়ে
           করতো না তারা জবাই।

বিধর্মীকে কাফের বলে 
            রক্তধারা গায় মেখে,
মৌলবাদীর জুলুস-জোসে
          সদলবলে যাস্ চেখে।

হিজাব-কোর্তা, দাড়ি-টুপি 
         ধর্ম থেকে বড় কি?
মানুষ-ধর্ম মানবতা-
        তাঁকে সম্মান করো কি?

মনুষ্যত্ব শ্রেষ্ঠ গ্রন্থ 
        মানবতার জ্ঞান-বিজ্ঞান।
"সৃষ্টির সেরা মানুষ সত্য"-
       বলছে, আল্লাহ মেহেরবান।

০৮/১২/২০২৪
ঢাকা।