ভয় পেয়েছে, ভয় পেয়েছে ওরা
করিসনে আর তাড়া
অকালেতেই যাবে মারা
হয়ে আত্মা-হারা;
ভয় পেয়েছে ওরা।

যুদ্ধজয়ের নেশায় যারা
ধরছে কূটকচালের ধারা
ঘৃণিত জঘন্য তারা
নিশ্চয়ই যাবে মারা;
ভয় পেয়েছে ওরা।

কূটকচালি ছিলো যারা
পড়বে ধরা হবে সারা
জানি, জানি ছিলো কারা
মেনে অসৎ জঙ্গি-ধারা;
ভয় পেয়েছে ওরা।

হোক না যতো ছলন করা
কেউতো রবে না অধরা
গর্দান-মূলে পড়বে খাড়া
জীবন হবে সারা;
ভয় পেয়েছে ওরা।

আবোল তাবোল বলছে তারা
উল্টাতে চায় সকল ধারা
নইলে ওরা যাবে মারা
কূটকাচালির সঙ্গী যারা;
ভয় পেয়েছে ওরা।

যতোই করুক তাড়াহুড়া
ততোই আগে পড়বে ধরা
রক্ত নিছে গড়া গড়া
হয়ে আত্মহারা;
ভয় পেয়েছে ওরা।

১৬/১২/২০২৪
ঢাকা।