স্বাধীন (!) এ দেশে মানুষের বেশে উদ্বেল, ওরা কারা?
মানুষের বিপরীতে সম্মুখে আজ দাঁড়িয়েছে যারা।
স্তব্ধ করতে চায় আমাদের বিজয়ের কথা বলা,
সব জেনে গেছে জনতা, তাদের নৃশংস ছলাকলা।
ওরা কি রে সেই পাকিস্তানের? আসছে নতুন রূপে,
এ বাংলাদেশে হায়েনার বেশে, সন্তর্পণে চুপে।
ছল ছলনায় করে কোলাহল নতুন ভঙ্গিমায়,
পরাজিত সেই শত্রুরা আজ প্রতিশোধ নিতে চায়।
বিপ্লবী নামে প্রতিবিপ্লবী দিচ্ছে রে হুংকার,
শুভ সৃষ্টিকে অশুভের হাতে করে যায় চুরমার।
অর্জন যত গর্জন করে দিচ্ছে বিসর্জন,
ওরা হন্তারি বিশ্বভুবনে কালকূট দুর্জন।
রুখতে হবেই সত্যের হাতে প্রতিবাদ আজ; তাই,
ওদের মৃত্যু-ধ্বংস ব্যতীত বিকল্প আর নাই।
আজ এসো ভাই, এসো বোন তুমি; এসো, এসো সহচর,
শত্রুহনন অঙ্গীকার হোক প্রখর তীব্রতর।
ওরা যে শত্রু জাতি ও দেশের, পরাহত জনতার;
ওরাতো অসুর জগতের মাঝে অতিলোভী ক্ষমতার।
হোক আজ এই পণ,
ওদের ধ্বংসে যুদ্ধের মাঠে বাজি জীবন-মরণ।
১৬/১২/২০২৪
ঢাকা।