প্রেমগাথা যতো প্রকৃতির মতো তোমাকেই ঘিরে থাকে,
নদী-সরোবর, পাহাড়-সাগর, আকাশ আমারে ডাকে।
          পৃথিবীর মাঝে যতো দূর্লভ,
          তোমাকে ঘিরেই করে উৎসব;
রাতের বাতাস করে হা-হুতাস শিউলি বনের ফাঁকে।

ধুকপুক আশা প্রেম-ভালোবাসা বিরহের অভিমান,
করিয়া যতন নদীর মতোন তোলে সুর-কলতান।
          মথিত প্রেমের জাগরণী কথা,
          বিরহ-মননে আনে ব্যাকুলতা;
চন্দ্র-তপনে, মৃদু সমিরণে অতুল যতনে রাখে।

দেখেছি গোপনে স্ফটিক নয়নে জীবনের করিডোরে,
পৃথিবীরে ছেড়ে হেঁটে গেছি দূরে দুইজনে হাত ধরে।
           আজিও সে স্মৃতি সুখ-অনুভূতি,
           পুলক জাগায়, হে মোর প্রিয়তি!
রেখেছি ধরিয়া যতন করিয়া জীবন নদীর বাঁকে।

১০/১২/২০২৪
ঢাকা।