তোমার প্রেমে বুদ্ধের ন্যায় ধ্যান করেছি
বোধিদ্রুমের জাফরি ছায়ায় একলা বসে
বাউলা মনে সঙ্গোপনে; তাই মরেছি
থাকতে জীবন দেহের মাঝে রক্ত-রসে।

তখন আমায় বলতো লোকে তরুণ কবি
ইন্দ্রজালের মোহমায়ার সজীব প্রেমিক!
জ্যোৎস্না ঢালা আলোক এসে ঢাকতো সবই
ঘটতো তখন জনারণ্যে তারও অধিক।

এখন আমি সর্বস্বান্ত ভালোবেসে
হীরা-পান্না ছিলো যতো কান্না হলো;
অশ্রুজলের বন্যায় সব যাচ্ছে ভেসে
মৃত্যু-পথে যাত্রা শুরু এলোমেলো।

বোধিদ্রুমের সবুজ পাতা পড়ছে ঝরে
চৈতন্যের জীবন ধারায় নির্জনতা।
সে এলো এই মনের মাঝে কেমন করে?
যায় না বলা এই জীবনের সকল কথা।

মরচে ধরা জীবনখানি স্তব্ধ হলে
শোকের পাথর নামিয়ে দিয়ে চলবে আবার;
কাটবে যখন হাস্য-রঙের কোলাহলে
আমি তখন মাটির নিচে কীটের খাবার।

১৬/১২/২০২৪
ঢাকা।