আমাদের এ জীবন ডানাভাঙা পাখির মতোন
পড়ে থাকে মৃত্তিকার কাছাকাছি নিস্তব্ধ দুপুরে;
রূঢ়তম জীবনের দুঃখভরা বিষাদের সুরে
কেঁদে যায় অন্তর্নিহিত ব্যথায় সারাটি জীবন।
হৃদয়কে খুঁড়ে খুঁড়ে দুঃখ আনে রাতের দুপুরে,
পৃথিবীর অন্ধকারে নেমে আসে অতীতের কথা-
শব্দহীন যন্ত্রণার গান, না-পাওয়ার ব্যাকুলতা;
অনিকেত ভালোবাসা কুয়াশায় ভেসে যায় দূরে।
ভুবন দোলানো সুরে জাগে নাতো ছন্দের মাতন
বাণীর বীণার প্রাণে; ভয়ংকর দুঃখের উল্লাস
অস্ফুট আলোয় শুনি অসমাপ্ত গানের বেদন
ঘড়ির আওয়াজ তোলে- টিক টিক, পুরো বারোমাস।
রমনীয় দুঃখগাথা ফুলের মঞ্জুরী হয়ে হাসে;
পড়ে থাকে অবিন্যস্ত, এই জীবনের দুর্বাঘাসে।
১৫/১২/২০২৪
ঢাকা।