লালসবুজের চেতন আনো মনের মাঝে,
ও তোর মনের মাঝে লাল-সবুজের চেতন আনো।
দেশপ্রেমিকের গর্ব নিয়ে,
সমুখ পানে যাও এগিয়ে;
প্রয়োজনে দাও বিলিয়ে অমূল্য নিজ জীবনখানও।
উদ্যত যতো দর্পিতজন
চূর্ণ-ধ্বংসে করো আজ পণ;
বিদ্রোহ করো প্রয়োজনে রণ, রক্তে ধরণী রাঙ্গানো।
ফিনকি ছুটানো ভ্রকুটি যতো,
উল্লাসে আজ করে দাও হত;
সূর্যতাপে জ্বলো সতত খোলা রেখে চোখ-কানও।
যেখানে বাঁধা সেখানে যুদ্ধ,
আক্রোশে আর হয়ো না ক্রুদ্ধ;
থেকো না নারী, কাঞ্চনে রুদ্ধ মুষ্টি-হাতুড়ি হানো।
১০/১২/২০২৪
ঢাকা।