একাত্তরের মুক্তিযুদ্ধ কল্পকথার গল্প না,
স্বদেশ ভূমির মুক্তি-নেশায় মানুষ মনের কল্পনা।
          সজাগ মনের দীপ্ত চেতন,
          তিরিশ লক্ষ প্রাণের ক্ষরণ;
বীরঙ্গনার, যুদ্ধশিশুর কান্না কিন্তু অল্প না।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ কল্পকথার গল্প না।

দেশের জন্য জীবন-মরণ পণ করা সেই অঙ্গীকার,
দ্রোহের জালায় পুড়ছে তখন রক্ত-মাংস-দেহের হাড়।
          স্বদেশ প্রেমের শক্তি-সাহস,
          শত্রুর বুকে নামায় যে ধ্বস;
যুদ্ধজয়ের নেশার মন্ত্র মুক্তিসেনার অহংকার।
মাতৃমুক্তি আনার লক্ষ্যে পণ করা সেই অঙ্গীকার।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতোই প্রাণের বিসর্জন!
রণাঙ্গনের বিজয় নেশায় ব্যাঘ্রের স্বরে দেয় গর্জন।
          বিশ্ব অবাক দৃষ্টিতে চায়!
          ন'মাস যুদ্ধে বিজয় যে পায়;
গৌরবময় বিজয় দিবস ডিসেম্বরেই হয় অর্জন।
একাত্তরের মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণের বিসর্জন।

বীরের এ দেশ করবো না ভয় রাখতে স্বাধীন বাংলাদেশ,
কবির নয়ন ছবির মতন দেখছে দেশের রূপ অশেষ।
          রক্তরেখায় পত্র পাঠায়,
          জীবনবাজির ডাক দিয়ে যায়;
এ দেশকে আর পারবে না কেউ করতে 'দুস্থ-কাংলাদেশ'।
রক্ত দিয়েই রাখবো মুক্ত সবুজ সোনার বাংলাদেশ।

১৩/১২/২০২৪
ঢাকা।