ওরা বলেছিলো, নূতন সূর্য এনেছে ভুবনে
দুরাচারে দিয়ে ঘাঁই;
বিপ্লব করে; ভোর হতে দেরি নাই।
কতোদিন গেল চোখ ভরে আর সকাল দেখি না ভাই,
সূর্যমুখীরা প্রতিটি প্রভাতে ম্লানমুখে কাঁদে তাই।
ফতোয়ার ভিড়ে নিষিদ্ধ হলো কিশোরীর খোলা চুল
সাজানো যাবে না গেঁথে দিয়ে তাতে
প্রহ্লাদ দিনে গুঁজে দিয়ে রাঙা ফুল।
লালপেড়ে শাড়ি যাবে নাকো পরা আনন্দ উৎসবে;
কালো কাপড়ের বোরকা-হিজাবে ঢেকে রবে তারা সবে।
মানবিকতার উদার বচন চলবে না আর দেশে,
রাজা যা বলেন ধর্মের নামে মেনে নিতে হবে শেষে।
ভুলে যাবে সব যুদ্ধের কথা- একাত্তরের গাঁথা;
ভুলে যাবে সেই তিরিশ লক্ষ শহীদ-প্রাণের কথা;
আর দু'লক্ষ নারীর শরীরে পাকিস্তানির, শত্রুর হিংস্রতা!
ভুলে যাবে ওই হাজার হাজার যুদ্ধশিশুর কান্নার চিৎকার।
কী ফতোয়া দিলো নতুন সূর্য আনা-যোদ্ধারা?
বাহ্, কী চমৎকার!
এনেছে:বাঙালি এ স্বাধীনতাকে রক্তমূল্যে কিনে,
জীবন-মরণ পণ করা সেই মুক্তিসেনার ঋণে।
বাঙালির দেশ মুক্ত-স্বাধীন ফতোয়ার দেশ নয়,
জেনে রেখো রাজা চোখ রাঙানিতে বাঙালি পায় না ভয়,
বক্ষে যাদের দৃপ্তচেতনা জাগবে আবার শ্লোগানমূখর-
জয় বাংলার জয়।
১০/১২/২০২৪
ঢাকা।