তুমি যদি চলে যাও বাতাসেরা স্তব্ধ হয়ে যায়;
সূর্য লুকায় আঁধারে। গভীর নদীর বাঁকাস্রোতে
পাড় ভেঙ্গে পড়ে, নদীর বিস্তৃতি বাড়ে নিজ ব্রতে।
বকুল ফুলেরা গন্ধ ছড়ায় না সকালে সন্ধ্যায়।
পাখির সুরেলা কন্ঠ ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে;
পরাজিত সৈনিকের দেহে বারুদের গন্ধ এসে,
তৃপ্তিহীন দীপ্তিহীন মৃত্যুর আকাঙ্ক্ষা ঝেঁকে বসে;
যেন মনে হয়, জীবনটা হয়ে গেছে নড়বড়ে।

আলো-আঁধারির খেলা- কাকভোর দীর্ঘস্থায়ী হয়;
প্রত্যুষের লাল আভা ছড়িয়ে পড়ে না চতুর্দিকে,
অদ্ভুত আঁধারে এই জীবনের রঙ হয়ে যায় ফিকে;
আকাশে থাকে না তারা, সূর্যও ওঠে না; কী বিস্ময়!
হাতের মুঠোয় প্রাণ নিয়ে অবিরাম চুষে যাই,
দমবন্ধ পরিবেশে, আলো-আঁধারিতে তুমি নাই।

১১/১২/২০২৪
ঢাকা।