মৃত্যুর উপত্যকায় বসে নিরো বাশুরি বাজায়;
পুড়ে যায় রোম, পুড়ে যায় জুলিও ক্লদিয়ানের
সাজানো গোছানো দেশ। জনগণ করে হায়, হায়!
নেই প্রবল জোরালো প্রতিবাদ সেই অন্যায়ের।
কংস হননের কৃষ্ণ গোকুলের মাঠে বেড়ে উঠে,
কালের প্রবাহে এসে একদিন হবেই প্রকাশ।
অত্যাচারী নির্যাতক বাঁচবে না কোন কালকূটে,
ব্যর্থ চেষ্টা নিরর্থক; জেনো, হবে সত্য প্রতিভাস।

আলোকিত বজ্রকন্ঠ দীপ্তিময় সাহসী রেখায়
অগ্রগামী, বিকশিত আঁধারের জঞ্জাল সরাতে;
জীবনের বিন্দু বিন্দু ঘামে, শ্রমে, শুভ চেতনায়
উদ্ভাসিত উদ্বেলিত; দলেদলে আসবে ত্বরাতে।
বনবাসী পাণ্ডবেরা জতুগৃহ পার হয়ে আসে,
শকুনীর দুঃশাসন-পারিষদ ভয়ে কাঁপে ত্রাসে।

০৭/১২/২০২৪
ঢাকা।