নষ্টদের অধিকারে চলে গেছে এই রাষ্ট্রযন্ত্র,
মসজিদ-মন্দির-গির্জা, গুরুদুয়ারা আর প্যাগোডা,
ঝিলিমিলি রৌদ্র-ছায়া; স্বপ্নবোনা মন্ত্র- গণতন্ত্র,
মানুষের জনপদ; নগর-বন্দর-দেশ গোটা
নষ্টদের অধিকারে। সভ্যতার অবশিষ্ট আলো-
রাজনীতি-অর্থনীতি, সামাজিক ধর্ম, ইতিহাস;
মুক্তিযুদ্ধ-স্বাধীনতা, সৌন্দর্যের যতোসব ভালো,
সব নষ্টদের অধিকারে আজ। এ কী পরিহাস!

ভয়ানক উন্মাদের অশ্লীল চিৎকার সবখানে-
নারীর বর্ণালী স্বপ্নে, স্পন্দিত কবির কবিতায়;
লালন-রবীন্দ্রনাথ-হাসনের মরমিয়া গানে,
দর্শনে, বিজ্ঞানে; সেখানেও কু-নৃত্য করে যায়!
নষ্টের মুঠোতে বন্দী মানবিক সংঘ-পরিষদ,
কেউ কি নেই এ দেশে বজ্রকন্ঠী, করতে তা' রদ?

০৭/১২/২০২৪
ঢাকা।