হিংস্রতা ওদের মনে, ওরা স্বার্থান্বেষী দাঙ্গাবাজ;
মানুষের রক্তমাংসে ভোজন করতে চাচ্ছে আজ।
তাই, যুদ্ধের দামামা ভয়ানক অভ্রভেদী স্বরে
ঝংকারিয়া তোলে তারা; জনপদে, প্রতি ঘরে ঘরে।
মানুষের মর্মভেদী আর্তনাদে অট্টহাসি হাসে
পিশাচ-মননে; ওরা জয় দেখে- ধ্বংসে, সর্বনাশে।
ওরা চায় নারী-শিশু-মানুষের মৃত্যু-রক্ত-প্রাণ;
বিশ্বলোকে অত্যাচারী! ওরা ঘৃণ্য ইবলিশ শয়তান।
ওদের রুখতে হবে শুদ্ধতার তীব্রশক্তি দিয়ে,
লোকালয় জনপদ থেকে এসো, দীপ্রবজ্র নিয়ে।
অসুর হননে পাপ নেই কোন, হও আগুয়ান-
ইস্পাতের কঠিন প্রত্যয় লয়ে বাজি ধরো প্রাণ।
জনতার স্লোগানের বজ্রকন্ঠে উঠুক আওয়াজ-
ন্যায়নিষ্ঠ যুদ্ধমাঠে অসুরকে রুখতে হবে আজ।
০৪/১২/২০২৪
ঢাকা।