জীবনের অন্তঃস্রোতে আত্মসন্ধানের ভাবনায়
অবিরত হেঁটে যাই দায়বদ্ধতার শিল্পকর্মে।
সমাজসত্যের কথা ম্রিয়মান আন্দোলনে, ধর্মে;
বিপন্ন শিল্পের মাঝে জীবনের দায় বেড়ে যায়।
অস্তিত্বের শিল্পবোধ সুদূরে হারায় নিরন্তর,
বাস্তবতার জগত আকস্মিক, কঠিন-নির্মম।
পৃথিবীর রণক্ষেত্র নয় মনোহর, অনুপম,
সেখানেও শিল্প খোঁজে মানুষের বিষাদী অন্তর।

মুমূর্ষু মানবতাকে বাঁচিয়ে রাখতে মানুষেরা
অন্যায়ের হিমালয় ভেঙ্গেচুরে তছনছ করে;
বাঁধার দেয়াল ভাঙে বিবেকের সভ্যতার ঝড়ে;
অতঃপর, ঠিক করে সমাজের সব বাঁকা-ত্যাড়া।
বজ্রবিদ্ধ মানুষের আগমন হবে বাংলাদেশে,
কালের অন্তঃস্রোতের গতিধারা- মানুষের বেশে।

০২/১২/২০২৪
ঢাকা।