তোমার পদযুগল রুক্ষ হয়ে গেছে,
যা ছিলো সুন্দরতম; স্বচ্ছ, চকমকি।
বয়সের কালসিটে মালিন্য লেগেছে!
সেই সব ভেবে যাই; প্রিয়তম সখি।
এখনো কি পদব্রজে এলোমেলো পথে
খাওয়া-দাওয়া-নাওয়া ভুলে অবিরাম চলা?
একেলা জীবন কাটে কিভাবে, কী মতে?
সে সকল গূঢ় কথা হয়নি তো বলা।
দেখেছি পায়ের নখে চাঁদের মূরতি
হতো বিচ্ছুরিত নিতি নোখের ডগায়;
ওইখানে মাখা আছে সোহাগের স্মৃতি,
গন্ধ ছড়াতো যেমন কাঁঠালি চাপায়।
ভালোবাসা দাও যদি, আবার ওখানে
সাতরঙ মেখে দেবো ওষ্ঠের চন্দনে।
০৩/১২/২০২৪
ঢাকা।