ধরার মাঝে নিত্যকাজে ধর্ম বড়,
                            নাকি মানুষ বড়?
ওরে মানুষ! হইস না বেহুঁশ চক্ষু মুদে চিন্তা করো।

বোবা-কালা-অন্ধ!
             করিস কেনো দ্বন্দ্ব;
                            মন্দ-তুচ্ছ কাজে?
মসজিদে-মন্দিরে একই ঈশ্বরই বিরাজে।
বিশ্বমাতার সন্তান তোরা, শান্তির তরে লড়ো।
ওরে মানুষ! চক্ষু মুদে এবার চিন্তা করো।

সভাস্থলে উচ্চরোলে সমমন্ত্র চায় সকলে।
তবে, কিসের জন্যে হো'সরে হণ্যে
                    পরস্পরে রাখতে পদতলে?

না ঘুচালে দ্বন্দ্ব-বালাই, ধ্বংস হবি তোরা দু'ভাই;
বাহিরেতে ভিন্ন; তবে, অন্দরে তোরা একজনাই।
বিশ্বপ্রেমের ধর্ম লয়ে নিজেই নিজের দেশটি গড়ো।
হে বাঙালি! চক্ষু মুদে এবার তুমি চিন্তা করো।

০৩/১২/২০২৪
ঢাকা।