মৃত্তিকার পৃথিবীতে মানুষের সাথে মানুষের
স্বার্থ ছাড়া প্রেম নেই কোনো;
এই স্বার্থ কতটা যে সূক্ষ্ম বুঝতে পারে না কেউ।
সন্তান-সন্তুতি আর জনক-জননী,
তাদের মাঝেও আছে স্বার্থবাদী খেলা।
প্রেমিক-প্রেমিকা, ভ্রাতা-ভগ্নি, যতো আত্মীয়-স্বজন,
সম্পর্কের দোলাচলে স্বার্থের ঠুলিতে বাঁধা সব।
বন্ধুর পথের সাথী- পরম সুজন বন্ধু যতো,
নিরেট হীরের সম্পর্কের সুতো নয়;
সূক্ষ্ম স্বার্থ ক্রিয়াশীল বুঝে গেছি আজ সব তার।

আমাদের যেদিন গিয়েছে চলে ভ্রান্ত অন্তরালে,
প্রশ্নাতীতভাবে সময়ের কৌতুহলে;
সবকিছু কি হারিয়ে গেছে দূরে, অতীত গহ্বরে?
ভরা ভাদরের স্বচ্ছ জল,
ধানক্ষেতের চৌদলে করে কোলাহল।
অফুরন্ত শাপলার বনে,
আকাশের মত স্থির নীলাভ নয়নে,
কোষা নায়ে পা দুলিয়ে আনমনে তুমি
জলস্পর্শ করেছিলে বিকশিত বিমল আনন্দে;
ছন্দে ছন্দে সুর তুলে হিজলের নরম ছায়ায়।
কিছুই র'লো না তার মাটির ভুবনে,
কঠিন স্বার্থের টানে মধু সম্পর্কের চিড় ধরে;
আমরা হারিয়ে গেছি আজ দুইজনে দুইদিকে।

৩০/১১/২০২৪
ঢাকা।