নিরেট হীরার মতো জ্বলজ্বলে চোখে চেয়ে থাকি,
রক্ত-মৃত্যু-হিংসা-দ্বেষ ঘুরপাক খায় চারিদিকে।
এখানে দেখি না কোন সত্যনিষ্ঠ কবিতার পাখি
দৃঢ়-দৃপ্ত প্রতিবাদী; সবকিছু হয়ে যাচ্ছে ফিকে।
রক্তস্নাত কুয়াশায় ভেসে যায় সারা বাংলাদেশ,
কবিতার মায়াজাল ভরপুর ফুল-নারী নিয়ে।
জন্মবধি প্রতিবাদী কন্ঠস্বর হয়ে গেছে শেষ,
ধূর্ত-স্বৈরাচার মেরে যায় ধারালো চাবুক দিয়ে।

টলমলে রূপকথা শুনে যাই রৌদ্রের ছায়ায়,
বুকের ভেতরে জ্বলে বিপ্লবের জ্বলন্ত শলাকা।
মৃত্যুর নর্তকী নাচে কুৎসিত বিকৃত যৌনতায়,
সহস্র আলোকবর্ষ দূরে চেয়ে থাকি, বড্ডো একা।
এ কেমন দেশ বলো? সোনালী আশ্বাস নেই কোন;
বড় অচেনা লাগছে, দমবন্ধ মৃত্যুপুরী যেন।

২৯/১১/২০২৪
ঢাকা।