মুগ্ধ বাবুর মুগ্ধকরা জলে,
ডুবছে স্বদেশ যাচ্ছে রসাতলে;
কী ছিল সেই জলে?

উত্তেজনার রস ছিল কি তাতে?
পান করে যে শান্তি পায় সংঘাতে!
রক্তে আগুন জ্বলে কৌতূহলে;
মুগ্ধ বাবুর মুগ্ধকরা জলে।

স্যারের মাথায় চাটি দিয়ে আনন্দিত ছাত্র!
হিংস্রতারই স্বাপদ হলো,
বিবেক-চেতন এলোমেলো,
অন্ধকারের দরজাগুলো খুলে গেলো;
এখন নয় সে পিছু হটার পাত্র।
জ্বলে জ্বলুক স্বদেশভূমির বিদ্যালয়ের গাত্র।
জেন-জি তারা, উত্তেজিত ছাত্র!

জং-ধরা এই প্রজন্মকে
কে দিয়েছে মানবতার পুষ্পদলার গর্ব?
তাদের হাতে দিনে রাতে হচ্ছে হত,
একাত্তরের মুক্তিযুদ্ধ অর্জন তো!
দীপ্রবজ্রবাণী ভুলে
আনছে তুলে নৃশংসতা মর্মমূলে;
হিংস্র ওরা! করছে যে আজ স্বাধীনতা খর্ব।
পোড়ছে নিজে, পোড়ছে স্বদেশ;
পোড়াবে কি শুভ্রচেতন সর্ব?
তাদের নিয়ে কেমনে করি গর্ব?

মুগ্ধ বাবুর মুগ্ধকরা জলে,
ডুবলো স্বদেশ যাচ্ছে রসাতলে;
কী ছিল সেই জলে?

২৬/১১/২০২৪
ঢাকা।