কথা ছিলো, হারবে না বাংলাদেশ বিরূপ ঝঞ্ঝাতে;
সম্মুখে এগিয়ে যাবে, একাত্তর-মুক্তিযুদ্ধ নিয়ে
আলোর দিশার পানে; অকুতোভয়ী বুক চিতিয়ে
অসমাপ্ত মুক্তিপথে চিরদৃপ্ত কর্মঠ পঞ্জাতে।
কথা ছিলো, টলবে না বাংলাদেশ ভ্রুকুটি প্রচাপে;
তেজদীপ্ত বিবেকের দরজায় করাঘাত করি'
বজ্রবিদ্ধ সভ্যতার নিহত পুষ্পের স্বাধীনতা
দেবে না হনন হতে; জাগিয়ে তুলবে মানবতা
মানুষের প্রাণে প্রাণে, দীপ্তজ্ঞানের মশাল ধরি'।

হায়, দুঃখী বাংলাদেশ! সেই কথা ভুলতে বসেছি;
ভুলে গেছি যুদ্ধকথা, লাখো শহীদের মুক্তিযুদ্ধ,
ধর্ষিতা মায়ের ছবি। চেতনার জানালা কি রুদ্ধ
হয়ে গেছে চিরতরে? কি কুক্ষণে সব ভুলে গেছি!
একাত্তর-মুক্তিযুদ্ধ নিয়ে যদি সংঘটিত হই,
অন্ধকার ছিন্ন করি' জন্মঋণে আলো ফোটাবোই।

২৬/১১/২০২৪
ঢাকা।