বিশ্বলোকে লালন আছে বাংলাদেশে কই?
'লালনবাণী নাফরমানী'- বলছে ওরা, ওই।
রৌদ্রে আঁকা শিল্পকথা অন্ধকারে রয়,
মানুষ থুইয়া অদেখা এক কল্পকথা কয়।
মানুষ মাঝে যে জন খোঁজে মুক্ত যুক্তিধারা,
বোধের ঘরে অজান এসে হয় যে আত্মহারা।
বিদিশাতে ফোটে তখন দিশা-চাঁদের আলো,
দীপ্রজ্ঞানের রৌদ্রফুলে ভাসিয়ে সকল কালো।
'ভজলে মানুষ ধরার মাঝে সোনার মানুষ হ'বি,
মানুষ ছাড়া মূল হারাবি'- বলছে লালন কবি।
২৬/১১/২০২৪
ঢাকা।