নিঃশব্দে দাঁড়ালে এসে সূর্যের আড়ালে
আনকোরা প্রভাতের বাতাসের  মতো।
অপরিসীম সৌগন্ধে ভরে উঠে মন,
কেমন উদাসী গন্ধ ঝরে অবিরত!
আনমনে দুলে যায় তটিনীর জল
সূর্যের করোজ্জ্বলের পরম ছোঁয়ায়।
শূন্যের ভেতরে জাগে প্রাপ্তির প্রত্যাশা,
আমাকে ইঙ্গিতে ডাকে স্নিগ্ধ মমতায়।
ফিরে যেতে চাই ঘরে ছিন্ন করে বাঁধা,
কি এক মোহন সুর বিমোহিত করে!
ভুলে যাই সবকিছু- জীবন-মরণ,
চতুর চেতনা হাসে কম্পিত অন্তরে।
সূর্যের আড়ালে দেখি আলোর নিশান,
বাতাসে বাতাসে শুনি জীবনের গান।

১৪/১১/২০২৪
মিরপুর ঢাকা।