বিরাট শূণ্য ঢুকেছে এবার মাথার ভেতরে,
আঁধারের পথে নিচ্ছে কে তোরে?
হে প্রিয় জেন-জি-  হে জেনারেশন জিরো!
ধ্বংসলীলায় হতে চাও তুমি হিরো?
শিকড়ের কথা ভুলে গিয়ে আজ
হাতে তুলে নাও রক্তসিক্ত ব্যর্থ চিন্তাধারা;
আবেগেতে চলো বিবেকেরে ছেড়ে,
দীপ্ত নয়ন খুলে দেখলে না;
অন্ধকারের পথে নিতে চায় কারা?

তারা    অন্ধকারের জীব,
সত্যের ভয়ে কেটেছিলো যারা সজীব 'খনা'র জিভ।
মগজে ঢুকাও সত্যের আলো,
দূর করে দিতে আবলুস কালো অন্ধকারের কূপ;
হে জেন-জি! তুমি ফিরে এসো ফের
সত্যের পথে, থেকো নাকো আর চুপ।
শত্রু কখনো কর্ম করে না সৃষ্টির উল্লাসে,
দেশদ্রোহী সে মীরজাফরের মতো,
গোপনে নীরবে কাজ করে অবিরত;
সৃষ্টির নামে ধ্বংসলীলায় হাসে,
পিশাচের মতো অট্টহাসির দুর্বার উল্লাসে।

১২/১১/২০২৪
মিরপুর ঢাকা।