এসো মধুবনে গহীন গোপনে এসো তুমি, এসো, এসো;
ধরণীর 'পরে কল্যাণ তরে মানবেরে ভালোবেসো।
জগতের শত তুচ্ছ ভ্রষ্ট
কাম ক্রোধ লোভ যা করে নষ্ট,
মদ মোহ মাৎসর্য ভুলাতে ভালোবাসা নিয়ে এসো।
মোহন বাঁশুরী ওষ্ঠে ধরিয়া করুণ রাগিনী তুলে,
পরম যতনে কুসুম কাননে প্রাণ দাও তুমি ফুলে।
বহ্নিস্নানের পরিপূর্ণতা
পূণ্যতীর্থে আনো হে দেবতা,
ক্লান্তিনাশক চরণ পরশে দুঃখ হরিতে এসো।
পিতা মাতা ভ্রাতা মিত্র সকল রহে না নয়নপাতে,
চাইছি তোমারে প্রণয়ের ডোরে আমার দিবস-রাতে।
অমৃত পথের চিরসম্বল
শুষ্কপুকুরে সুধার কমল,
নিদ্রামগন হৃদয় গগনে চন্দ্রস্বরূপ হেসো।
২৮/১০/২০২৪
মিরপুর ঢাকা।