মুখোশ পরে থাকে যারা
তারাই হলো মুনাফিক,
স্বার্থ-হাসিল করার তরে
নজর রাখতে চারিদিক।

এ-দল ও-দল ঘুরে বেড়ায়
যায় না বুঝা চরিত্র,
সুযোগ পেলেই দল ছেড়ে যায়
এটাই তাদের কু-চিত্র।

ধর্মকথার ফুলঝুড়িতে
মিথ্যা বলে সর্বদা,
বন্ধু বলে সামনে থাকে
পাছে করে শত্রুতা।

ভাষণ-ভূষণ শুভ্র সাদা
অন্তরে রয় কদর্য,
স্বার্থবাদী নষ্ট মানুষ
সদাই করে কু-তর্ক।

চেনা শত্রু জয় করা যায়
সঠিক নিপুন কর্মেতে,
যায় না বোঝা কী আছে ঐ
মুনাফিকের মর্মেতে।

মানবতার শত্রু তারা
জঞ্জাল এই ধরণীর,
কঠোর কঠিন নিঠুরভাবে
বিচার করতে হবে, বীর!

মুখ ও মুখোশ ফারাক তাদের
চিনবে শেষে মুনাফিক,
কর্ম-কথায় দেয় পরিচয়;
তুমিই বলো- ঠিক না বেঠিক?

১৭/১০/২০২৪
মিরপুর ঢাকা।