আলালে রাজ্য চালায়,
জালালে দুধ-কলা খায়;
দুলালে পালিয়ে বেড়ায়,
হতাশ মনে শূন্যে তাকায়;
দালালে চমক দেখায়।
আলাল-দুলাল রেষারেষি,
মত্ত জালাল দেখায় পেশী।
দালালে তা-তেই খুশি,
সবলে বগল বাজায়।
আলালে কয়- এ কী জ্বালা!
দালাল বলে- এখন পালা।
জালালের লম্বা গলা
দুলালে ধরবে থাবায়।
আলাল-জালাল-দালাল মিলে,
দুলালকে দেয় নির্বাসনে-
গহীন বনে।
তাইতো চাইছে রাজ্যবাসী,
আসুক দুলাল রণাঙ্গনে-
শক্ত মনে।
জগতে ভাবছে সবে,
সুরাহা কবে হবে?
নাকি তা' কি রক্ত-খেলায় সাঙ্গ হবে?
বুঝেছে ভাবে-সাবে মনে মনে-
সঙ্গোপনে।
ভয়েতে আলাল-জালাল কাঁপছে ভীষণ,
দালালে ভাবছে বসে কলা খাবে
মণে মণে কূটিল প্রাণে;
সুসজ্জিত সিংহাসনে।
আলালে রাজ্য চালায়,
জালালে দুধ-কলা খায়;
দুলালে পালিয়ে বেড়ায়,
হতাশ মনে শূন্যে তাকায়;
দালালে চমক দেখায়।
২৬/১০/২০২৪
মিরপুর ঢাকা।