চেতনার ঘরে তালা দিয়ে যদি রইলে অন্ধ হয়ে,
বন্ধ হবে না প্রলয়-নাচন সংসারে এই ভূঁয়ে।
জাগ্রত মন হলে উচাটন অন্যায় মানে না সে,
বিদ্রোহ করে সত্য সাহসে দুর্বার বিশ্বাসে।
সত্যনিষ্ঠ কর্মপন্থা করে সে নির্ধারণ,
আলোর নেশায় সামনে আগায় ধরে সে জীবনপণ।
ঘুমকাতুরের দলে হানা দেয় জাগরগানের সুরে,
সংবিধিবদ্ধ নিয়ম-কানুনে রহে না অন্তপুরে।
শ্লোগানমূখর রাজপথে এসে দাবি করে অধিকার,
সমুদ্ররূপ ঊর্মি ধারায় ভেঙে দিতে অবিচার।
অহংকারের মিথ্যা ভাষণ চুরমার করে সব,
জাগে চারিদিকে চিরবঞ্চিত মানুষের উৎসব।
বাজিয়ে দামামা বাঁধ রে আমামা প্রাণের প্রদীপ জ্বেলে
আয়, ওরে আয়! বাঁধা-বন্ধন সবকিছু অবহেলে।
ডাকিছে সময় আয় ছুটে আয় কালের শুদ্ধ প্রাণে,
কন্ঠধারায় একাত্তরের নবনীত সুর-গানে।
সূর্যদীপ্ত ফিনিক্স পাখি মরে না অন্ধকারে,
সাধকের ন্যায় সত্যকে ধরো দুস্তর পারাবারে।

২৬/১০/২০২৪
মিরপুর, ঢাকা।